করোনায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মৃত্যু

| আপডেট :  ২৫ জুলাই ২০২১, ০৯:০৮  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২১, ০৯:০৮

করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২৫ জুলাই) দুপুর ২ টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ইসরাইল হোসেন সিলেট-৩ আসনের উপনির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

ইসরাইল হোসেনের মৃত্যুকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। ইসরাইল হোসেন উপনির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে তার জায়গায় জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত