বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

| আপডেট :  ২৫ জুলাই ২০২১, ০৯:৩০  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২১, ০৯:৩০

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয় লাভে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৫ জুলাই) রাতে পৃথক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।

উল্লেখ্য, হারারের স্পোর্টস ক্লাব মাঠে রোববার (২৫ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৯৩ রান তাড়া করে রেকর্ড-গড়া জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান টপকাতে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হলেও ৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে শেষ পর্যন্ত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত