হোটেলে মাদক নিয়ে আটক, দুমকিতে আ’লীগ নেতাকে বহিষ্কার
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: কুয়াকাটায় হোটেলে মাদক ও নারীসহ মহিপুর থানা পুলিশের হাতে আটক দুমকির আংগারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার কে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৫ জুলাই) বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক গোলাম রাজ্জাক খান ও যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন রিপন মোল্লা ও মো. নজরুল ইসলাম হাওলাদার স্বাক্ষরিত এক নোটিশে তাকে বহিষ্কার করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২২শে জুলাই রাতে কুয়াকাটার একটি হোটেলে মাদক নিয়ে মহিপুর থানা পুলিশ আপনাকে গ্রেফতার করার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাই আপনাকে আংগারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হল। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রদান করা হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা আওয়ামীলীগ। সভাপতি সাধারণ সম্পাদক দুমকি উপজেলা আওয়ামীলীগ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত