খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সিদ্বান্তে আইনমন্ত্রণালয়ের ‘না’
কোন দন্ডপ্রাপ্ত আসামীর বিদেশে চিকিৎসা নেয়ার নজীর না থাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সিদ্ধান্তে ‘না’ মতামত দিয়েছে আইনমন্ত্রণালয়।
সেই সাথে এক্ষেত্রে দন্ড স্থগিতের আগে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ না থাকার কথা সরাসরি জানানো হয়েছে। এর আগে সকালে আইন মন্ত্রণালয়ের মতামত পৌঁছায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আবেদনটি করেন বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এরপর আবেদনটির আইনি দিক পর্যালোচনার জন্য পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। তিনদিন পর এ বিষয়ে মতামত দিলো আইন মন্ত্রণালয়।
করোনা আক্রান্ত হওয়ার পর ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত