মিজোরাম সীমান্তে সংঘর্ষে আসামের ৬ পুলিশ নিহত
সীমানা বিবাদ নিয়ে সংঘর্ষে জড়িয়েছে ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য আসাম ও মিজোরাম। সোমবারের (২৬ জুলাই) এই সংঘর্ষে আসাম পুলিশের ছয় সদস্য নিহত ও অর্ধশত মানুষ আহত হয়েছে। খবর এনডিটিভির।
সংঘাতের জন্য পাল্টাপাল্টি দোষারোপের পর দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ করেছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আসামের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মিজোরামের সঙ্গে সীমানায় ওই সংঘর্ষে আসামের ছয় পুলিশের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সংঘর্ষে আরও ৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার আসামের চাচর জেলায় মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুর এলাকার দখল নিয়ে বিরোধ বাধে দুই রাজ্যের বাসিন্দাদের। বিরোধ গড়িয়েছে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যেও। টুইট করে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বিচার চেয়েছেন। উভয় রাজ্যের পুলিশ বলছে, আসাম ও মিজোরামের সীমান্তবর্তী লায়লাপুর অঞ্চলটি দীর্ঘদিন ধরে নিজেদের বলে দাবি করে আসছে দুই রাজ্য।
সম্প্রতি আসাম রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ আসে যে, মিজোরামের বাসিন্দারা লায়লাপুরের জমি অবৈধভাবে দখল ও আসামের স্থানীয় অধিবাসীদের উচ্ছেদ করছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে সোমবার আসাম রাজ্য প্রশাসনের কয়েকজন কর্মকর্তা লায়লাপুর সীমান্তে যান। সেখানে পৌঁছানোর পরপরই তাদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে মিজোরামের বাসিন্দারা।
পরিস্থিতি খারাপ হতে থাকায় এক পর্যায়ে টিয়ারগ্যাস, লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এরপরই এই হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত