এবার বাংলা ভাষায় হিরো আলমের ‘নেশা’

| আপডেট :  ২৮ জুলাই ২০২১, ০৫:১৪  | প্রকাশিত :  ২৮ জুলাই ২০২১, ০৫:১৪

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭ টায় তালুকদার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল হিরো আলমের নতুন মিউজিক ভিডিও ‘নেশা’। গানটির গীতিকার হিসাবে ছিলেন মুসা ভাই, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রাব্বি।গানটিতে কন্ঠ দিয়েছেন ভিন্নভাষী দর্শক জনপ্রিয় কন্ঠশিল্পী হিরো আলম।রেকর্ডিং হয়েছে স্টুডিও মমো মিউজিক।গানের ভিডিও নির্মাণ করেছেন হিরো আলম নিজেই ।মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন তালুকদার মাল্টিমাডিয়া।

এ প্রসঙ্গে কন্ঠশিল্পী ও অভিনেতা হিরো আলম বলেন, ঈদের ৭তম দিনে তালুকদার মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলের জন্য ভিন্নমাত্রার গানে কন্ঠ দিলাম।
প্রথমেই বলতে চাই গানের কথা ও সুর আমাকে মুগ্ধ করেছে। আমাদের সমাজের বাবা-মায়ের স্বপ্ন পূরনের বাধা হিসাবে কাজ করে নেশা।আমি বিশ্বাস করি আমার এই গানটা শুনলে সমাজের মানুষ কে পরিবর্তন করতে সহায়ক হিসাবে কাজ করবে।আসুন আমরা সবাই নেশা কে না বলি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত