করোনায় দেশে ফেরা ৭০ শতাংশ প্রবাসীই বেকার

| আপডেট :  ২৮ জুলাই ২০২১, ০৫:২৯  | প্রকাশিত :  ২৮ জুলাই ২০২১, ০৫:২৯

করোনায় দেশে ফেরা ৭০ শতাংশ প্রবাসী শ্রমিক, এখন বেকার জীবন কাটাচ্ছেন। তাই ফের বিদেশযাত্রায় অনেকে শিকার হচ্ছেন মানবপাচারকারীদের। তিনটি রুটে অবৈধপথে ইউরোপে যাত্রা বাড়ছে। তবে ওয়েবিনারে পররাষ্ট্র সচিবের দাবি, কাজের অভাব নয় মূলত উন্নত জীবনের আশায় এই সর্বনাশা যাত্রা।

করোনার কারনে গত বছর চাকরিচ্যুত হয়ে ফিরে আসতে হয়েছে দেশে প্রায় ৪ লাখ শ্রমিককে। যার ৭০ শতাংশের বর্তমানে আয়ের কোন উপায় নেই। ফলে নতুন করে বিদেশ গিয়ে জীবন শুরু করার আসায় শিকার হচ্ছেন মানবপাচারকারিদের।

আইওএমের ওয়েবিনারে বক্তারা, নতুন করে মানবপাচারের তিনটির রুটের কথা উল্লেখ করেন। ঢাকা থেকে তুরস্ক, লিবিয়া হয়ে অথবা ভারত, শ্রীলংকা, লিবিয়া হয়ে কিংবা আরব আমিরাত, জর্ডান দিয়ে ইউরোপ যায় অভিবাসন প্রত্যাশীরা ওয়েবিনারে বক্তারা তাই মানবপাচারকারীদের রুখতে সার্বিকবাবে কাজ করবার আহবান জানান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, মানবপাচার রোধে ইউনিয়ন পর্যায়ে সরকার কাজ করছে। তৈরি করা হয়েছে, বিশেষ ট্রাইবুনাল।

ওয়েবিনারে বক্তারা জানান, করোনাকালে ফেইসবুকসহ সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে মানবপাচারকারীরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত