কোয়ার্টারের আগেই অলিম্পিক থেকে আর্জেন্টিনার বিদায়

| আপডেট :  ২৮ জুলাই ২০২১, ০৭:৪৪  | প্রকাশিত :  ২৮ জুলাই ২০২১, ০৭:২৬

স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে টোকিও অলিম্পিকের ফুটবল থেকে বিদায় নিল আর্জেন্টিনা। শেষ আটে উঠতে হলে গ্রুপ পর্বের আজকের ম্যাচ জিততেই হতো আর্জেন্টিনাকে। কিন্তু তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

এবারের মতো অলিম্পিক থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে আর্জেন্টিনা ফুটবল দলকে। আজকের ম্যাচে স্পেনের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে গোল করতে পারেনি আর্জেন্টিনা। গোল করতে পারেনি স্পেনও।

বিরতি থেকে ফিরে ৬৭ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল মেরিনো। কিন্তু বেশিক্ষণ ঠিকেনি স্পেনের লিড। ৮৭ মিনিটে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।

গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠল স্পেন। আজই অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারানো মিশর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হলো। আর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নিল আর্জেন্টিনা। বিদায়ে তাদের সঙ্গী অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ ম্যাচে ৩ পয়েন্ট।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত