আগামী সপ্তাহে পুঁজিবাজার খোলা তিন দিন

| আপডেট :  ২৮ জুলাই ২০২১, ০৯:১৮  | প্রকাশিত :  ২৮ জুলাই ২০২১, ০৯:১৮

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে একই দিনগুলোতে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

আজ বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক করোনা পরিস্থিতি বিবেচনায় নতুন করে নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, আগামী সপ্তাহের রোববার ও বুধবার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে এবং সপ্তাহের বাকি তিন দিন ব্যাংকের লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। ব্যাংক লেনদেনের নতুন সময় নির্ধারণ করায় এই তিনদিন শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

সূত্র জানিয়েছে, করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে আগামী সপ্তাহে রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। আর ব্যাংক বন্ধ থাকার কারণে এ দু’দিন লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে। সে ক্ষেত্রে সোমবার (২ আগস্ট), মঙ্গলবার (৩ আগস্ট) ও বৃহস্পতিবার (৪ আগস্ট) লেনদেন হবে পুঁজিবাজারে।

যে তিনদিন পুঁজিবাজার খোলা থাকবে, সে তিনদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন হবে বাজারে। সকাল পৌনে ১০টা থেকে ১০ টা পর্যন্ত প্রি-ওপেনিং সেশন এবং বেলা২টা থেকে সোয়া ২টা পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত