বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুইটি রকেট হামলা চালানো হয়েছে বলে ইরাকি নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে চালানো ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি ওয়াশিংটন থেকে বাগদাদে ফেরার পর এ হামলার ঘটনা ঘটল। গত সোমবার কাদিমি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে চলতি বছরেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে একমত হন তারা।
মার্কিন সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র-ইরাক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেছেন জো বাইডেন।
এর আগে ঈদুল আজহার আগের দিন ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছিল।
ওই হামলার দায় স্বীকার করেছিল সশস্ত্র সংগঠনটি আইএসআইএল (আইএসআইএস)। যদিও আইএসআইএলকে ইরাক থেকে উৎখাত করা হয়েছে বলে দাবি করে আসছে দেশটির সরকার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত