হিজবুল্লাহকে প্রতিরোধ করতে নতুন বাহিনী গঠন করল ইসরায়েল
লেবানন তথা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ হলে তা হবে সাম্প্রতিক গাজার যুদ্ধের চেয়ে অন্তত ১০ গুণ বেশি ভয়াবহ বলে আগেই মস্তব্য করেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ। এবার হিজবুল্লাহকে প্রতিহত করতে নতুন একটি পদাতিক বাহিনী গঠন করল দেশটি।
জানা গেছে, ৮৮৮ সদস্য নিয়ে গঠিত নতুন এই সামরিক ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘গোস্ট’ অর্থাৎ ভূত! এই বাহিনীর একমাত্র কাজ হবে হিজবুল্লাহ গেরিলাদের গতিবিধি সার্বক্ষণিক নজরদারি করা। এবং সেই সাপেক্ষে তাদের প্রতিরোধ করতে নিজেকে সবসময় প্রস্তুত রাখা। লেবাননের দক্ষিণাঞ্চলে পার্বত্য এলাকায় হিজবুল্লাহর সামরিকঘাঁটি রয়েছে। আপাতত সেখানেই তাদের নরজদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েক দিন পরই ইসরায়েল লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছিল। কারণ লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ। সূত্র: আরব নিউজ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত