ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া ৪ পরিবার পেল কোটি টাকা

| আপডেট :  ২৯ জুলাই ২০২১, ০৭:২৭  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২১, ০৭:২৭

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া চার ব্যক্তির পরিবারকে ২৫ লাখ করে মোট এক কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা এই ক্ষতিপূরণ দিল। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট নিয়াজ মাহমুদ।

দুই আইনজীবী বলেন, পে-অর্ডারের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ নিহত পাঁচ ব্যক্তির মধ্যে চার জনের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ করে টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি আদালতকে জানানো হয়েছে। তবে অন্য এক মৃত ব্যক্তির পরিবার আগেই ক্ষতিপূরণের বিষয়ে হাসপাতালের সঙ্গে আপস করে নিয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের মধ্যে চার জনের পরিবারকে মামলার অন্তর্বর্তীকালীন সময়ে ২৫ লাখ টাকা করে মোট এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

গত বছরের ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় ১ জুন বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও নিয়াজ মাহমুদ জনস্বার্থে পৃথক দুটি রিট দায়ের করেন।

আগুনে মারা যাওয়া রোগীরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহাবুব (৫০)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত