কঠোর লকডাউনের সপ্তমদিনে রাজধানীতে গ্রেফতার ৫৬৮

| আপডেট :  ২৯ জুলাই ২০২১, ০৭:৫৬  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২১, ০৭:৫৪

কঠোর লকডাউনের সপ্তমদিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৬ জনকে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনের সপ্তম দিনে সকাল থেকে ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৩১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

এর আগে কঠোর বিধিনিষেধর ষষ্ঠ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছিলেন ৫৬২ জন। আর ২০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছিল এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৮৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ১১ লাখ ৩৩ হাজার টাকা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত