রাজধানীর আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে রাকিব হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে মতিঝিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত রাকিবের বাবা হিমু জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় হারজী গ্রামের হিমুর ছেলে অবিবাহিত রাকিব। দুই ভাই-বোনের মধ্যে রাকিব ছিল বড়। পরিবার নিয়ে কেরানীগঞ্জ চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় থাকত। চকবাজার ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করত রাকিব।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে সকাল ১০টার দিকে ৭ নম্বর ফকিরাপুল নিউ মিতালী আবাসিক হোটেলের চারতলার ৪০৪ নম্বর রুমের দরজা ভেঙে রাকিবের মরদেহ উদ্ধার করি। রুমের ভেতর ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল রাকিব।
তিনি আরও বলেন, গত ২৬ জুলাই দুপুর দুইটার দিকে রাকিব ওই হোটেলে ওঠেন। এরপর থেকে হোটেলে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার সকাল ৯টার পর থেকে তিনি হোটেলের রুমের বাইরে বের হয়নি। এজন্য সকাল ৮টার দিকে হোটেল বয় তার রুমে নক করেন।
উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম বলেন, কোন সাড়াশব্দ না পেয়ে অনেকক্ষণ চেষ্টা করে পরে তারা থানায় খবর দেয়। হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, বিস্তারিত তদন্তের পর জানা যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত