আজ অলিম্পিক পুলে নামছেন বাংলাদেশের দুই সাঁতারু
টোকিও অলিম্পিকের সাঁতারের ইভেন্টে পুলে নামবেন বাংলাদেশের আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে শুরু হবে ৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্ট। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৮ মিনিটে টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে চার নম্বর হিটে এক নম্বর লেনে দেখা যাবে আরিফুলকে। ২০ মিনিট পর একই ইভেন্টে দেখা যাবে লন্ডন প্রবাসী নারী সাঁতারু জুনায়না আহমেদকে। তিন নম্বর হিটে এক নম্বর লেনে নামবেন তিনি।
ফ্রান্সের উচ্চতর অনুশীলনে ছিলেন আরিফুল ইসলাম। তিন বছর ধরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইসি) স্কলারশিপে দেশটির রাজধানী প্যারিসে অনুশীলনের সুযোগ পান বিকেএসপির সাবেক এই শিক্ষার্থী। ফ্রান্স থেকেই জাপানে যোগ দেন এই সাঁতারু। অন্যদিকে ইংল্যান্ডে অনুশীলন চালিয়ে যান জুনায়না।
এদিকে আরচারি রিকার্ভ ইভেন্টের নারী এককের এলিমিনেশন রাউন্ডে বেলারুশের প্রতিযোগী কারিনা দিওমিনসকায়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে গেছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী।
কাগজে কলমে অনেক পিছিয়ে থাকা দিয়া সিদ্দিকী শুরু থেকেই লড়াই করেন সমান তালে।
নির্ধারিত প্রথম পাঁচ সেটের খেলা শেষ হয় সমতায়। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। শ্যুট অফে মাত্র এক পয়েন্টে হেরে যান দিয়া সিদ্দিকী।
শুটিংয়ে বাছাই থেকে বিদায় নেন আব্দুল্লাহ হেল বাকী। আর্চার ডিসিপ্লিনে বিদায় নেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। অ্যাথলেট জহির আহমেদ ৪০০ মিটার হিটে অংশ নেবেন ১ আগস্ট।
সপ্তম দিন শেষে স্বাগতিক জাপানকে পেছনে ফেলে ১৫টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে উঠে এসেছে চিন। সমান ১৫টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে জাপান। ১৪টি স্বর্ণ নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত