এবার জাপানকে টপকে শীর্ষে চীন
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যায় চীন। তারা আভাস দিয়েছিল ভালোভাবে এগিয়ে যাওয়ার। আজ বৃহস্পতিবার ঠিক তাই হয়েছে, শীর্ষ থাকা জাপানকেও টপকে গেছে চীন। এখন তারা সবার ওপরে। আজ টোকিও অলিম্পিকের সপ্তম দিন শেষে পদক তালিকায় শীর্ষে আছে চীন। এদিন তিনটিসহ মোট ১৫টি স্বর্ণ জিতে সবার ওপরে রয়েছে তারা। তারা ৭টি রুপা ও ৯টি ব্রোঞ্জসহ মোট ৩১টি পদক জিতে শীর্ষে উঠে যায়।
আজ জাপান জিতেছে দুটি স্বর্ণ। তারা ১৫টি স্বর্ণ, ৪টি রুপা ও ৬টি বোঞ্জসহ মোট ২৫টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে।
১৪টি স্বর্ণ, ১৪টি রুপা ও ১০টি বোঞ্জ জিতে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মোট পদক ৩৮টি।
৮টি স্বর্ণ, ১১টি রুপা ও ৯টি ব্রোঞ্জসহ মোট ২৮টি পদক জিতে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। অলিম্পিকে রাশিয়া নিষিদ্ধ হওয়ায় তাদের অ্যাথলেটরা এবার রাশিয়ান অলিম্পিক কমিটি বা রোক নামে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
এদিকে ছেলেদের ১০০ কেজি ওজন শ্রেণি দিয়ে জুডোতে অষ্টম স্বর্ণ জিতেছে জাপান। টেবিল টেনিসে মেয়েদের স্বর্ণ জিতেছেন চীনের মেং চেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত