অলিম্পিক ভিলেজে ৩ অ্যাথলেটসহ করোনা আক্রান্ত ২৪

| আপডেট :  ৩০ জুলাই ২০২১, ১২:০৪  | প্রকাশিত :  ৩০ জুলাই ২০২১, ১২:০৪

করোনায় বিপযর্স্ত টোকিও অলিম্পিক। টোকিওতে একেকটা দিন যেন দুঃস্বপ্নের মতো কাটছে অ্যাথলেটদের। যতটা না পদক জয়ের আনন্দ, তার থেকে বেশি শঙ্কা কোভিড নাইনটিন নিয়ে। বৃহস্পতিবার অলিম্পিক ভিলেজে ৩ অ্যাথলেটসহ সর্বাধিক ২৪ জন আক্রান্ত হয়েছেন। আমেরিকান পোল ভল্টার স্যাম কেনড্রিকস এদের একজন। এই বিশ্বচ্যাম্পিয়ন কোভিড আক্রান্ত হওয়ায় মিস করছেন এবারের অলিম্পিক। রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এই অ্যাথলেট এখন আছেন আইসোলেশনে। তবে তার বাবা নিশ্চিত করেছেন তার করোনার কোন উপসর্গ নেই।

এ অ্যাথলটেরে সংস্পর্শে এসে কপাল পুড়েছে অস্ট্রেলিয়ান পোলভল্টারদের। আইসোলেশনে থাকতে হচ্ছে তিন অজি অ্যাথলেটকে শুধু অলিম্পিক ভিলেজ নয়। করোনার সংক্রমন বেড়েছে টোকিওতেও। বৃহস্পতিবার ৩ হাজার ৮৬৫ জন আক্রান্ত হয়েছেন। শহরটিতে চলছে জরুরী অবস্থা। তবে করোনা সংক্রমন বাড়ায় গেমসের সাথে এর কোন যোগসূত্র দেখছেননা আইওসি মুখপাত্র মার্ক অ্যাডামস।

তিনি বলেন, আমার জানা মতে টোকিওতে করোনা সংক্রমন বাড়ার পেছনে অ্যাথলেটদের চলাফেরায় কোন ভূমিকা রাখছেনা। এছাড়াও গেমস সংশ্লিষ্ট কোনও ব্যক্তি বৈশ্বিক মহামারির কারনে খুব বেশি অসুস্থ হয়ে পড়েনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত