আড়াইহাজারে কবরস্থানে বোমা, ঘিরে রেখেছে পুলিশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কবরস্থানে পলিথিন মোড়ানে বোমাসাদৃশ্য ছয়টি বস্তুর সন্ধান পাওয়া গেছে। তবে বোমা কিনা তা খতিয়ে দেখতে বোমা নিস্ক্রিয় ইউনিটের প্রতিনিধি টিমকে সংবাদ দিয়ে ঐ স্থানটিকে ঘিরে রেখেছে। আজ শুক্রবার (৩০ জুলাই) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের উজান গোপিন্দী বড় বিনাইরচর কবরস্থানে বোমা গুলো দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা।
উজান গোপিন্দী বড় কবরস্থানের খাদেম চান শরীফ জানান, সকাল বেলা কবর পরিষ্কার করতে গিয়ে একটি কবরে পলিথিন মোড়ানো অবস্থায় বোমা সদৃশ বস্তু দেখতে পাই। পরে কমিটির লোকদের মাধ্যমে পুলিশকে সংবাদ দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানটিকে ঘিরে রাখা হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান মোল্লা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পেয়েছি বস্তুগুলো কালো স্কচটেপে দিয়ে মোড়ানো। এগুলো ককটেল কিংবা বোমাও হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত