বিদেশে রাজনৈতিক আশ্রয় পেতে বাংলাদেশিদের আবেদন বেড়েছে ১০ গুণ

| আপডেট :  ৩০ জুলাই ২০২১, ০৭:২৯  | প্রকাশিত :  ৩০ জুলাই ২০২১, ০৭:২৯

বিদেশের মাটিতে রাজনৈতিক আশ্রয় পেতে বাংলাদেশিদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ফলে বাড়ছে ইউরোপসহ বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় আবেদনের সংখ্যা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর পরিসংখ্যান বলছে এভাবে যারা বিদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন তা গেল কয়েক বছরের তুলনায় ১০ গুণ বেশি। সংস্থাটি জানায়, ২০২০ সালে এ সংখ্যা ছিল সাড়ে ৫ লাখেরও বেশি। অথচ ২০১৯ সালে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন ৫৭ হাজার ৯৩৩ বাংলাদেশী ।

সংস্থাটি আরো জানায়, ইউরোপসহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন গেল কয়েকবছরের তুলনায় ১০ গুণ বেড়েছে। তবে অনেকেই গেছেন অবৈধপথে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই মিথ্যা তথ্য দিয়ে এসব আবেদন করেছেন। অনেকে আবার দেশে না ফেরার ফন্দিতেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন বলে জানান বিশ্লেষকরা। এছাড়া অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে প্রায়ই আটক হচ্ছেন ও প্রান হারাচ্ছেন বাংলাদেশীরা।

২১ জুলাই লিবিয়া থেকে তিউনিশিয়া হয়ে ইউরোপে যাবার পথে প্রাণ হারান ১৭ বাংলাদেশী। এর কয়েকদিন আগে একই পথে ইউরোপে যাওয়ার সময় ২৬৭ জনকে আটক করা হয়। যার মধ্যে ২৬৪ জনই বাংলাদেশি নাগরিক।

করোনা মহামারিতে দালালের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে সাগর ও পাহাড় পাড়ি দিচ্ছেন বাংলাদেশসিহ অন্যদেশের নাগরিকরাও।

বিশ্লেষকরা বলছেন, অনেকেই বিদেশে গিয়ে দেশে না ফেরার ফন্দিতেই আবেদন করছেন রাজনৈতিক আশ্রয়ের। পররাষ্ট্রমন্ত্রীর জানান, বিদেশে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছেন বাংলাদেশী নাগরিকরা।

পরিসংখ্যান বলছে, গত ১৮ মাসে দুবাই এর ফ্রি ভিসা পেয়ে বিদেশে পাড়ি জমান প্রায় ২ লাখ বাংলাদেশি নারী-পুরুষ। যাদের মধ্যে ফিরেছে মাত্র ২১ হাজার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত