লকডাউনে কর্মহীনদের খাবারের ব্যবস্থা করুন: নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি

| আপডেট :  ৩১ জুলাই ২০২১, ০৪:৫৪  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২১, ০৪:৫৪

সোহেল আহমেদ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: নারায়ণগন্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম বলেছেন, কঠোর লকডাউন বাস্তবায়ন হচ্ছে। ফলে মানুষ কর্মহীন। কিন্তু লকডাউনের কারনে কর্মহীন মানুষ কি খেয়ে বাঁচবে সেটি লকডাউন দেয়ার আগে ভাবা হয়নি। ৩৩৩ এ ফোন করে খাবারের যে ব্যবস্থা সেটি অপ্রতুল। কর্মহীন মানুষ চরম কষ্টে আছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স ষ্টুডেন্টস ক্লাব লিমিটেড এর উদ্যোগে প্রায় তিনশ দরিদ্র ব্যাক্তির মধ্যে রান্না করা খাবার বিতরনের সময় এ দাবী জানান। নগরীর মাসদাইরস্থ ঈদগাহ ময়দানের লাইসিয়াম স্কুল প্রাংগনে এ আয়োজন করা হয়। ফরিদ আহমেদ খানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মূর্তজা শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, ছড়াকার ইউসুফ আলী এটম, আওলাদ হোসেন, ডলি আক্তার প্রমুখ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত