করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভা ইরাসে আক্রান্ত হয়ে ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২০ হাজার ৬৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ৩৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩০.২৪ শতাংশ। শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার (৩০ জুলাই) নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৭৭ শতাংশের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেদিন দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ৬৪৮টি ল্যাবরেটরিতে ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৮৬২ জনের পজিটিভ রিপোর্ট আসে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সারাদেশে ২১২ জনের মৃত্যু হয়। মৃত ২১২ জনের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৯৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫৪, বেসরকারি হাসপাতালে ৪৮, বাড়িতে ৯ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এদিকে, বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ছয় লাখ ৯৭ হাজার ৩৫১ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ১৫ হাজার ৮৫৬ জন। শনিবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে শুক্রবার (৩০ জুলাই) ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩৫৬ জনের মৃত্যু ও ছয় লাখ ৫৯ হাজার ৮৭৩ জন শনাক্তের তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার ৭৭৩। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ২৪ হাজার ১২১ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৮৯ লাখ সাত হাজার চারজন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত