মেয়র আইভীকে সমবেদনা জানাতে ছুটে গেলেন সাবেক এসপি হারুন

| আপডেট :  ৩১ জুলাই ২০২১, ০৬:১২  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২১, ০৬:১২

সোহেল আহমেদ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: প্রয়াত পৌরপিতা আলী আহম্মদ চুনকার সহধর্মিনী ও নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর মায়ের মৃত্যুতে তাঁর বাসায় উপস্থিত হয়ে এবার সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জের সাবেক এসপি অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শন ( ডিবি ) ঢাকা উত্তর জোন মোহাম্মদ হারুন অর রশিদ।এ সময় তিনি মেয়র আইভীর সাথে সমবেদনা জ্ঞাপন করেন। শনিবার (৩১ জুলাই) দুপুর ৩টায় হারুন অর
রশীদ দেওভোগ মেয়র আইভীর বাস ভবনে গিয়ে তাঁর সাথে সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজিম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, সাধারণ সম্পাদক মোঃ সবুজ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রাজা উজ্জলসহ প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার বিকেলে ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁকে মাসদাইর কবরস্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত