অলিম্পিকের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে রিচার্লিসন
সোহেল আহমেদ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: টোকিও অলিম্পিক ফুটবলের শেষ আটে জায়গা করে নিয়েছে ব্রাজিল। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবকে ৩-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিও অলিম্পিকের স্বর্ণজয়ীরা। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের তিনটি গোলের দুটিই আসে রিচার্লিসনের পা থেকে। ওপর গোলটি করেন ম্যাথিউস কুনহা। এর আগে রিচার্লিসন জার্মানীর বিপক্ষে ম্যাচে করেছিলেন হ্যাটট্রিকও। সব মিলিয়ে এবারের আসরে ৩ ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন ব্রাজিলের এই তারকা স্ট্রাইকার।
চারটি গোল করে তার পরেই আছেন ফ্রান্সের গিগনাক। কিন্তু ফ্রান্স আবার টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ায় প্রতিদ্বন্দ্বীতা কমেছে রিচার্লিসনের। তিনটি গোল করে এরপরই আছেন জাপানের কুবো, দক্ষিণ কোরিয়ার হুয়াং উই জো এবং লি কাং ইন। দুটি দলই কোয়ার্টার ফাইনালে উঠায় তাদের সামনে সুযোগ আছে রিচার্লিসনকে পেছনে ফেলার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত