দুমকিতে কর্মহীন ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ
জুবায়ের ইসলাম সোহান,পটুয়াখালী,দুমকি থেকেঃ পটুয়াখালীর দুমকিতে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন, অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরন করা হয়েছ। সোমবার দুপুরে দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে ছয় শতাধীক অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রকাশক সম্পাদক মো. আলী আশ্রাফ।
এসময় দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসান শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক সবুজ সিকদারসহ আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. আলী আশরাফ জানান, প্রতিবছর ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষদের উপহার সামগ্রী ও মানবিক সহায়তা করি। চলমান এ প্রকৃয়ায় আপাতত দুমকি উপজেলায় তিন’শ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে পর্যাক্রমে পটুয়াখালী সদর উপজেলা এবং মির্জাগঞ্জ উপজেলার মানুষদের এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত