জম্মু-কাশ্মীরে দফায় দফায় অভিযান
দুটি মামলার তদন্তের জন্য জম্মু ও কাশ্মীরের ১৪ টি পৃথক স্থানে অভিযান চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। জম্মুর সুনজওয়ান ছাড়াও কাশ্মীরের শোপিয়ান, অনন্তনাগ এবং বনিহালে এনআইএ’র এই অভিযান পরিচালিত হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
জম্মু বিমানবন্দরের কাছে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ভারতীয় সামরিক স্থাপনায় ড্রোন হামলার কয়েক সপ্তাহ পর এই অভিযান চালানো হচ্ছে। অন্য মামলাটি সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-মোস্তফার সাথে যুক্ত, যা সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের নির্দেশে কাজ করে থাকে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
এর আগে, গত ২৭শে জুন রাত দুইটার দিকে পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত একটি সুরক্ষিত বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) দুই কর্মকর্তা আহত হন। জম্মু বিমানবন্দরের এই সন্ত্রাসী হামলার ফলে জম্মু-কাশ্মীর এবং লাদাখ অঞ্চলজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল। এই ঘটনার পরের দুই সপ্তাহে ভারতের ভূখণ্ডে অন্তত ছয়টি ইউএভি বা মানববিহীন বিমান চলতে দেখা গেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে উচ্চ পর্যায়ের এক বৈঠকে জম্মু এলাকায় পাকিস্তানের ড্রোন কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানায় ভারত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত