আফগানিস্তান বিষয়ে ইসলামাবাদে বৈঠকে চার দেশ

| আপডেট :  ৩১ জুলাই ২০২১, ১১:৫৫  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২১, ১১:৫৫

আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার এই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা। আজ এই তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেকিব মোস্তাগনি। তবে এই বৈঠকে তালেবানের কোনও প্রতিনিধি থাকবেন না। আফগানিস্তানে তালেবানের সহিংসতা কমাতে ও শান্তি আলোচনা এগিয়ে নিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা।

এর আগে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে আফগান সরকার ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় পাকিস্তানের পক্ষ থেকে এই বৈঠক আয়োজনের প্রস্তাব দেয়া হয়। এদিকে, আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত