আফগানিস্তানের জাওযান প্রদেশে বিমানহামলায় অন্তত ২১ সন্ত্রাসী নিহত

| আপডেট :  ০১ আগস্ট ২০২১, ১২:০২  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২১, ১২:০২

আফগানিস্তানের জাওযান প্রদেশে বিমানহামলায় অন্তত ২১ সন্ত্রাসী নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে ১০ জন। শুক্রবার বিভিন্ন স্থানে তালেবানের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রদেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ হানিফ রেজাই। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, মুরগাব, হাসানতাবিন, আত্মা ও পার্শ্ববর্তী প্রদেশ সারিপুলে সংযোগ রাস্তায় অবস্থানকারী তালেবানদের ঘাঁটি লক্ষ্য করে হামলায় এ হতাহত হয়। গত মে মাসে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন জায়গা দখল করতে শুরু করেছে তালেবান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত