বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি
শ্রমিকদের কর্মস্থলে ফিরতে গণপরিবহন চালু হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের যানজট রাতেও স্বাভাবিক হয়নি। থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে ঢাকামুখী যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
রবিবার (১ আগস্ট) সকাল থেকে সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর পশ্চিমের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়কে এখনও যানজট রয়েছে। দীর্ঘ যানজটে মাঝে মধ্যে ধীরগতিতে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। রাতেও ট্রাকের পাশাপাশি চলছে যাত্রীবাহী বাস। বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় যাচ্ছে কর্মজীবী মানুষ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন গণমাধ্যমকে জানান, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজট তৈরি হচ্ছে। যানজট কমে মাঝে মধ্যে ধীরগতির সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত