মডেল মৌ আক্তারকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর

| আপডেট :  ০২ আগস্ট ২০২১, ০৪:৫৯  | প্রকাশিত :  ০২ আগস্ট ২০২১, ০৪:৫৯

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার মডেল মরিয়ম আক্তার মৌয়ের (মৌ আক্তার) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আর আগে, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মৌকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা হয়। আলোচিত এই দুই মডেল পিয়াসা-মৌয়ের বিরুদ্ধে রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। সোমবার (২ আগস্ট) বিকেলে দুই থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে মডেল মরিয়ম আক্তার মৌকে (মৌ আক্তার) মাদকদ্রব্যসহ আটক করায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে মাদক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছিল বলে জানান তিনি।

এর আগে রোববার (১ আগস্ট) দিনগত রাতে রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মৌকে (৪৩) আটক করা হয়। এ সময় ওই দুই মডেলের বাসা থেকেই বিপুল পরিমাণ মদ, ইয়াবা, সিসা উদ্ধার করা হয়।

মোহাম্মদপুরে মডেল মৌয়ের বাসায় অভিযান চালায় ডিবি। সেখান থেকেও বিপুল পরিমাণ মদসহ বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে। এরপর তাকেও আটক করা হয়।

পিয়াসাকে আটকের পর ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হয়েছে। এ সময় বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ পিয়াসাকে আটক করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত