৬ বছরের শিশুকে শ্লীলতহানির অভিযোগে কিশোর গ্রেফতার
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর কলাপাড়ায় ৬ বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সেমবার (২ আগস্ট) সকালে পৌর শহরের বাদুরতলী স্লুইজগেট সংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়। এ ঘটনায় গতকাল রবিবার (১ আগস্ট) রাতে ওই শিশু কন্যার পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বাদুরতলী স্লুইজগেট সংলগ্ন এলাকায় ওই শিশু কন্যা ও কিশোরের পরিবার একই বাড়িতে ভাড়া থাকে। রবিবার (১ আগস্ট) বিকালে ওই শিশু কন্যা ওই কিশোরের ঘরের দোতলায় যায়। এসময় ওই শিশু কন্যার গোপনাঙ্গে হাত দেয় কিশোর। শিশুটির ডাকচিৎকারে তার মা এগিয়ে আসলে ওই কিশোর পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ওই কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত