ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গুলি, ককটেল বিস্ফোরণ

| আপডেট :  ০২ আগস্ট ২০২১, ০৮:৫৫  | প্রকাশিত :  ০২ আগস্ট ২০২১, ০৮:৫৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ফাঁকা গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৪টার দিকে তার বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের গ্রামের বাড়ির প্রবেশ পথে একদল দুর্বৃত্ত গুলি ছোড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

খবর পেয়ে নোয়াখালী ডিবি পুলিশ ও কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এ সময় সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বাড়িতে ছিলেন না। তিনি চিকিৎসার জন্য বৃহস্পতিবার আমেরিকায় যান।

এ হামলার প্রতিবাদে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীরা বিকেলে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

এ ব্যাপারে বাড়িতে অবস্থানকারী মেয়র আবদুল কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল বলেন, মেয়রের রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

তবে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু বলেন, মেয়রের ছোট ভাই শাহাদাত হোসেন এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সেতুমন্ত্রীর সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত