কঠোর লকডাউনে রাজধানীতে গ্রেফতার ৩৪৫

| আপডেট :  ০২ আগস্ট ২০২১, ০৯:৩০  | প্রকাশিত :  ০২ আগস্ট ২০২১, ০৯:৩০

কঠোর লকডাউনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন। এ এছাড়া মোবাইল কোর্টে ১৩৫ জনকে ১ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলমান বিধি নিষেধ উপেক্ষা করে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল কোর্টের পাশাপাশি ডিএমপি ট্রাফিক বিভাগ ৩৬৬টি গাড়িকে ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

এর আগে কঠোর বিধিনিষেধ নিশ্চিতে দশম দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন। এ ছাড়া ১০৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত