সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে নারী শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২ আগস্ট) ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে ভোরে তাদেরকে আটক করা হয়। পরে দু’দেশের কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফ আটককৃতদের বিজিবির নিকট হস্তান্তর করেন। পরে আটক বাংলাদেশিদের থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি ও অন্যান্য সূত্রে জানা গেছে, আটককৃত বাংলাদেশিরা ভারতের ইটভাটায় কাজ করত। কাজ শেষে সোমবার (২ আগস্ট) ভোরে ভারতীয় সীমান্তের ৯৫৮/১০এস আন্তর্জাতিক পিলারের নিকট ভারতের নোম্যান্স ল্যান্ড দিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশে ফেরত আসার সময় পশ্চিমবঙ্গের দূর্গানগর ক্যাম্পের বিএসএফের টহল দল তাদেরকে আটক করে।
পরে ওই দিন বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দু’দেশের সীমান্তবর্তী ভোটহাটে দু’দেশের পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশিদের লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন বাগভান্ডার বিজিবির কাছে হস্তান্তর করে।
পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ১৯২ বিএসএফ দূর্গানগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ওমেস চন্দ্র ও লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আশরাফ আলী।
আটককৃত বাংলাদেশিরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার খারুভাজ গ্রামের মৃত ইছিম উদ্দিনের ছেলে আ. মান্নান (৬০), তার স্ত্রী খোদেজা খাতুন (৫৫), মুক্তির কুটি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী জেলেখা খাতুন (২৫), মুক্তির কুটি গ্রামের বাচ্চা মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৭), একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন (৫), বানিয়াটারী গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৪০), আমিনুল ইসলামের স্ত্রী আমিনা খাতুন (৩৫), আমিনুল ইসলামের দুই ছেলে আরিফ (১৫), আরমান আলী (৫) ও শ্যামপুর গ্রামের হাসেন আলীর ছেলে হাফিজুল ইসলাম (১৭)।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাগভান্ডার বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী বিএসএফ কর্তৃক বংলাদেশি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ ও দেশে ফেরত আসার অপরাধে তাদেরকে মামলা দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত