আজ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। বৃষ্টি শঙ্কা নিয়েই শুরু হবে এই লড়াই। হোম কন্ডিশনের সুবিধা নিয়ে সাফল্য চায় টিম টাইগার্স। টি-টোয়েন্টিতে অজিদের হারিয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে বাংলাদেশের স্পিন আক্রমণ সামলে সিরিজ জয়ের প্রত্যয় ম্যাথু ওয়েডের। মিরপুরে ম্যাচ শুরু আজ সন্ধ্যা ৬টায়।
টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে সাকিবই সবচেয়ে সফল। ব্যাট হাতে সর্বোচ্চ রান এবং সবচেয়ে বেশি উইকেটও তার। ওদের বিপক্ষে একমাত্র টেস্ট জয়েও, ম্যাচ সেরা ছিলেন সাকিব। এবারও তেমনকিছুর দিকে তাকিয়ে বাংলাদেশ। তামিম-মুশফিক-লিটন না থাকায় ব্যাট হাতে মাহমুদউল্লাহ-সাকিবেই তাই টাইগারদের বড় ভরসা।
তবে, সিরিজ জয়ের স্বপ্ন বাস্তব করতে তরুণদের সহযোগিতাও বড্ড জরুরি। শামীম-সোহান-আফিফদের পরিস্থিতি বুঝে, দাবি মেটাতে হবে। পরিকল্পনা ভেস্তে দিতে হবে অতিথিদের।
জিম্বাবুয়ে সিরিজের আত্মবিশ্বাস সাথে আছে। তবে বিশ্বের অন্যতম সেরা দলকে হারাতে দরকার আরও বেশি কিছু। ভাবনায় প্রতিপক্ষ অথবা সিরিজ জিততেই হবে এমন চাপ নিচ্ছেন না টাইগার অধিনায়ক।
অধিনায়ক ঘোষণা ছাড়াই বাংলাদেশে এসে ম্যাচের আগের দিন দায়িত্ব দেয়া হয়েছে ম্যাথু ওয়েডকে। সিরিজ শুরু আগ মুহুর্ত্বেও নাক উঁচু অজিদের ভাবনায় বিশ্বকাপ। সেজন্য পরীক্ষা নিরীক্ষার কথাই জানালেন ওয়েড। চারদিকে যখন অজিদের অনভিজ্ঞ টপ আর মিডলঅর্ডার নিয়ে আলোচনা, তখন অজি অধিনায়ক বলছেন, টাইগার স্পিনারদের সামলাতে প্রস্তুত তার ব্যাটসম্যানরা।
এছাড়া ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা তো আছেই। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো ভারী বৃষ্টি হবে না বলেই আবহাওয়ার পূর্বাভাস।
শুধু আইসিসির ইভেন্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সেই চার দেখাতে জয় নেই টাইগারদের। এবার সেই রেকর্ডে পরিবর্তন আনার মিশন।
দুদলের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটি। আগের চারটি ম্যাচের সব ছিল বিশ্বকাপে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। বড় তারকাদের ছাড়াই সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত