টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

| আপডেট :  ০৪ আগস্ট ২০২১, ০৫:৪৪  | প্রকাশিত :  ০৪ আগস্ট ২০২১, ০৫:৪৪

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লড়তে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে শুরু হতে যাওয়া ম্যাচের আগে টস ভাগ্যে জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচেও অজিরা টস জিতেছিল। টস জিতে সিদ্ধান্ত নেয় বোলিংয়ের। তবে আজ বদল এসেছে সিদ্ধান্তে। বোলিংয়ে পাঠিয়েছে বাংলাদেশকে।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারীরা হেরেছিল ২৩ রানে। এদিন আগে বোলিং করতে গিয়ে ডিহাইড্রেশনে ভুগতে দেখা গেছে অজি বোলারদের। মাঠেই বমি করতে দেখা যায় পেসার অ্যান্ড্রু টাইকে। আজ দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ রেখেছে বাংলাদেশ। পরিবর্তন আসেনি অস্ট্রেলিয়া একাদশেও।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত