সীমিত পরিসরে ভারতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

| আপডেট :  ০৪ আগস্ট ২০২১, ১০:০৫  | প্রকাশিত :  ০৪ আগস্ট ২০২১, ১০:০৫

‘এয়ার বাবল’ চুক্তির অধীনে সীমিত পরিসরে ভারতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের সিদ্ধান্ত পেলে শিগগিরই দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হবে। আজ বুধবার (৪ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস সাংবাদিকদের জানান, সিভিল অ্যাভিয়েশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভারতকে চিঠি দেবো। সপ্তাহে আমরা অন্তত দু’একটি ফ্লাইট চলাচল শুরু করতে চাই। ভারত সম্মতি দিলেই বিমান চলাচল শুরু হবে।

তিনি জানান, ফ্লাইট চালু হলে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশে যেসব বিধি-নিষেধ রয়েছে, বিমানবন্দরেও সেসব বিধি-নিষেধ চালু থাকবে। করোনার কারণে গত বছর দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। তারপর গত বছরের অক্টোবর থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার বাবল চালু করা হয়। তবে চলতি বছর ফের করোনা বাড়ায় ভারত সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে।

করোনার প্রাদুর্ভাব কমাতে ৫ জুলাই ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত