পরীমনি-রাজকে বনানী থানায় হস্তান্তর, পাঠানো হচ্ছে আদালতে

| আপডেট :  ০৫ আগস্ট ২০২১, ০৭:১৭  | প্রকাশিত :  ০৫ আগস্ট ২০২১, ০৭:১৭

ঢাকাই সিনেমার আলোচিত রহস্যময়ী নায়িকা পরীমনিকে বনানী থানায় হস্তান্তর করেছে র‍্যাব।পরীমনির সঙ্গে প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগীকেও সেখানে নেওয়া হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজই (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হবে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদপ্তর থেকে তাদের নিয়ে যাওয়া হয় বনানী থানায়। এর আগে তাদের গ্রেফতার দেখিয়ে সংবাদ সম্মেলন করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন।

এ বিষয়ে বনানী থানার ওসি নূরে আজম মিয়া জানান, পরীমনি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে এসেছেন র‍্যাব সদস্যরা। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মামলা করছে। মামলা শেষে তাদের আজই আদালতে পাঠানো হবে।

গতকালের (বুধবার) অভিযানে পরীমনির বাসা থেকে আটক আশরাফুল ইসলাম দীপু ও রাজের বাসা থেকে আটক সবুজ আলীকেও থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত