পরীমনির বাসায় যারা যেতেন তাদেরও ধরা হচ্ছে

বিতর্কিত চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় প্রায়ই মাদক সেবনসহ বিভিন্ন কাজের জন্য বসত ডিজে পার্টি ও রঙ্গমঞ্চ। এই ডিজে পার্টিতে যারা যেতেন, তাদের তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। তাদেরকেও ধরা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে র্যাব। পাঁচ বছর ধরে মাদকাসক্ত রহস্যময়ী চিত্রনায়িকা পরীমনি ভয়ঙ্কর মাদক এলএসডি এবং আইসও সেবন করতেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, মাত্রাতিরিক্ত মাদক সেবনের চাহিদা মেটানোর জন্য চিত্র নায়িকা পরীমণি নিজের বাসায় মিনিবার স্থাপন করেছিলেন। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, পরীমনির বাসায় মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজ। ডিজে পার্টিতে যারা যেতেন, তাদের বিষয়ে আমরা তথ্য পেয়েছি। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত