মানবিক সংগঠন এসএসসি নারায়ণগঞ্জ-৯৯ হেল্পমেটসের মাধ্যমে রক্তদান
সোহেল আহমেদ ভূইয়া, স্টাফ রিপোর্টার: এসএসসি নারায়ণগঞ্জ-৯৯ হেল্পমেটস সংগঠনটি শুরু থেকে চেষ্ঠা করে যাচ্ছে মানবিক কাজ করে যেতে। তারই আলোকে তারা প্রায়ই সেচ্ছায় রক্ত দিয়ে থাকে। এমনকি তারা তাদের বন্ধুদের ও বন্ধুদের পরিবারের কথা চিন্তা করে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহে রেখেছে। এই সিলিন্ডারটি বর্তমানে বন্ধুদের প্রয়োজনেই ব্যবহৃত হচ্ছে। আজ এই সংগঠনটির মাধ্যমে একটি থ্যালাসেমিয়া শিশুর জন্য এক ব্যাগ এ পজেটিভ রক্ত দান করলেন হাজী সোহেল রানা। যিনি এবার নিয়ে ৫৪তম বার রক্ত দিলেন। এই সংগঠনটির ভবিষ্যতে বেশকিছু পরিকল্পনা আছে। ব্যাচ-৯৯ সারা বাংলাদেশে ব্যাপক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৯৯ হেল্পমেটস কাজ করছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত