এবার মুখ খুললেন জায়েদ খান

আলোচিত চিত্রনায়িকা নায়িকা পরীমনিকে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ গতকাল বুধবার (৪ আগস্ট) আটক করে র্যাব।
এদিকে পরীমনিকাণ্ডে মুখ খুললেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। পরীমনি আটকের রাতেই বুধবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন জায়েদ খান।
যদিও স্ট্যাটাসে পরীমনির নাম উল্লেখ করেননি তিনি। জায়েদ খান লিখেছেন, অপরাধী শিল্পকে ব্যবহার করে মাত্র। তবে প্রকৃত শিল্পীরা কখনো খারাপ হতে পারেনা। ২/১ জনের কারণে সকলকে খারাপ ভাবা কাম্য নয়।
এর আগে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা ও মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে মডেল পিয়াসা মাহবুব ও মৌকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এমন ঘটনায় বিব্রত বোধ করছেন শোবিজ জগতের বাসিন্দারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত