পরীমনি ভালো অভিনেত্রী, তাকে যেন কোনো কষ্ট দেয়া না হয় : সেফুদা

| আপডেট :  ০৫ আগস্ট ২০২১, ১০:৫৬  | প্রকাশিত :  ০৫ আগস্ট ২০২১, ১০:৫৬

সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ সেফুদা। এবার ফেসবুক লাইভে এসে কথা বললেন চিত্রনায়িকা পরীমণি প্রসঙ্গে। পরীমনিকে অনেক ভালো অভিনেত্রী দাবি করেছেন সেফাত উল্লাহ সেফুদা। তিনি বলেন, পরীমনিকে যেন কোনো কষ্ট দেয়া না হয়।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) ফেসবুক লাইভে সেফুদা বলেন, পরীমণি অনেক অসুস্থ। পরীমণি বুঝতে পারে নাই যে পুলিশ এসেছে। তাকে আগে অনেকেই থ্রেট করেছে। তাই সে মনে করেছে কোনো বাহিনী হয়তো এসেছে। সে তো থানায় টেলিফোন করেছে। থানার লোক বলতে পারতো, র‍্যাব গেছে। হারুন সাহেব বলেছেন, পুলিশ আসেনি, তুমি দরজা খুলো না। সি ওয়াজ মিসগাইডেড।

তিনি বলেন, প্রথমে আমার কাছে মনে হয়েছে কোনো নাটক করছে নাকি, না সিনেমার কোনো দৃশ্য? পরে দেখলাম, না ঘটনা সত্যি। আমি মনে করেছিলাম রিয়েলি এটা কোনো নাটকের দৃশ্য। কারণ পরীমনি তো অনেক ভালো অভিনেত্রী। পরে দেখলাম, না! এটা সত্যি লাইভ।

প্রসঙ্গত, বুধবার বিকাল ৪টার কিছু পর সাদা পোশাকে র‌্যাবের ৩-৪ জন সদস্য পরীমনির বাসায় গিয়ে দরজা খুলতে বলেন। বাইরে অবস্থান নেয় র‌্যাবের পোশাকধারী সদস্যরা। কিন্তু পরীমনি দরজা না খুলে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। উলটো ফেসবুক লাইভে এসে অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ান। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নানা নাটকীয়তার পর পরীমনিকে নিজেদের হেফাজতে নেয় র‌্যাব।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত