চয়নিকা চৌধুরীকে নেয়া হচ্ছে ডিবি কার্যালয়

| আপডেট :  ০৬ আগস্ট ২০২১, ০৭:২১  | প্রকাশিত :  ০৬ আগস্ট ২০২১, ০৭:২১

চিত্রনায়িকা পরীমণির ‘মম’ বলে পরিচিত আলোচিত নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। শুক্রবার (৬ আগস্ট) রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করেছে পুলিশ। সম্প্রতি পরীমণির অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দীনকে আটক করার সময় পরীর পাশে ছিলেন আলোচিত এই নির্মাতা।

তবে কিছুক্ষণ আগে তিনি বলেছেন, পরীমনির সাথে তার শুধুই কাজের সম্পর্ক। তার ব্যক্তিগত ব্যাপারে কিছুই জানেন না তিনি। এছাড়াও তিনি বলেছেন, তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ডাকলে তিনি সবসময় সাহায্য করতে প্রস্তুত।

নির্মাতা চয়নিকা চৌধুরীকে নিজের ‘মম’ বলে সম্বোধন করতেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বোটক্লাব ইস্যুতে পরীমণির পাশে ছিলেন চয়নিকা চৌধুরী। কিন্তু মাদক মামলায় আটক পরীমণির পাশে আর দেখা যায়নি তাকে।

জানা যায়, বোটক্লাব ইস্যু পরবর্তী বিভিন্নভাবে পরীমণির পরামর্শক হিসেবে ছিলেন চয়নিকা। অথচ গত পরশু দিন যখন পরীমণির বাসায় ৪ ঘণ্টা ধরে র‌্যাব অভিযান চালায় তখন আর দেখা পাওয়া যায়নি নির্মাতা চয়নিকা চৌধুরীকে

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত