দুমকিতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান
জুবায়ের ইসলাম সোহান দুমকি পটুয়াখালী থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেন। আজ শনিবার (৭ আগস্ট) সরকারি জনতা কলেজ ক্যাম্পাসে উক্ত ক্যাম্পেইনে এর পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন ৪২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া।
প্রায় আড়াই শতাধিক অসহায় গরীব ও দুস্থদের এ সেবা প্রদান করেন। মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার মেজর ফয়সার জাহান সি এমএইচ বরিশাল। শিশু রোগ বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান মোঃ মোসলেম সিএমএইচ বরিশাল এবং গাইনোকলজিস্ট মেজর রুবিনা ইয়াসমিন, সিএমএইচ বরিশাল।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, কর্ণেল মো. রবিউল আলম এডিএমএস। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিক অধিনায়ক, ৮৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ও মেজার আওলাদ উপ অফিসার ৪২ফিল্ড রেজিমেন্ট আর্টিলার, মেজর আরিফ ও মেজর তারেকসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত অফিসারগণ।
উল্লেখ্য কর্নেল মো. রবিউল আলম ডিএমএস বলেন, উক্ত চিকিৎসা সেবার পাশাপাশি মেডিকেল টেস্ট নিজস্ব ল্যাবরেটরীতে করার ব্যবস্থা রয়েছে। বিকাল ৪টা পর্যন্ত সরকারি জনতা কলেজ ক্যাম্পাসে অত্র এলাকার গরিব-দুঃখী ও দুস্থ ৩৬৮ জন রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত