দুমকিতে গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: সারা দেশের ন্যায় ৭ আগষ্ট দিনব্যাপী পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন ভিত্তিক কোভিড-১৯ গণটিকা দান কার্যক্রম উপজেলা স্বাস্থ্য বিভাগ আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।
উপজেলার আংগারিয়া ও মুরাদিয়া ইউনিয়নে সকাল সাড়ে ১০টায় গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল আলম শাহীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আংগারিয়া ইউনিয়নে আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি বুথ এবং মুরাদিয়া ইউনিয়নে টিকা দান কেন্দ্র হিসেবে জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি বুথ নির্ধারণ করা হয়েছে। সকাল থেকেই টিকা কেন্দ্র গুলোতে দেখা গেছে টিকা গ্রহন করতে আসা মানুষের উপচে পড়া ভীড়। প্রতিটি বুথ থেকে ২০০ জন করে এক ইউনিয়নে প্রতিদিন ৬০০ ব্যক্তিকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
আগামীকাল উপজেলার পাংগাশিয়া, শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নে গণটিকা কার্যক্রম চলবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত