আশুগঞ্জের এনজিও কর্মীদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ
খাজা আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া থেকে: ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলায় ব্র্যাক, সীদীপ, এফ এইচ পি কর্মীদের অত্যাচারে সাধারণ খেটে-খাওয়া মানুষ এখন দিশেহারা।এমনিতেই কঠুর লকডাউনে মানুষ কর্মহীন হয়ে উঠছে ঠিকমতো দুবেলা খেতেও পারছে না তার উপরে এনজিওর কিস্তি।এনজিওর কর্মীরা মোবাইলে নানান ধরনের হুমকি দিচ্ছেন, টাকা না দিলে বাড়ীতে এসে বসে থাকেন।তারা বলে কিস্তি যে কোনো মূল্যে দিতে হবে আর যদি না দেওয়া হয় পরবর্তীতে আর কোনো লোন দিবে না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী জানান তাদের অত্যাচার হতে বাঁচতে সুদি করে টাকা এনে কিস্তি পরিশোধ করছে৷গ্রাহকদর সন্ঞয় ফেরত দিতে বলায় সীদীপের ম্যানেজার এর কাছে জানতে চাওশা হলে তিনি বলেন সন্ঞয় দেওয়া আমাদের অফিসের নিয়ম নাই। এনজিও কর্মীদের নেই কোনো মাক্স, তরা স্বাস্থ্য বিধি পালন না করে সারদিন বাড়ী বাড়ী ঘুরাঘুরি করছেন।
এমতাবস্থায় ভুক্তভোগী পরিবার গুলি আশুগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতি সবিনয় অনুরোধ করছে যাতে সরকার ঘোষিত কঠোর লক ডাউন চলা কালে এনজিও কর্মীদের অত্যাচার হতে পরিত্রাণ মিলে।সরজমিনে দেখা যায় লালপুর বাজার ব্র্যাক অফিস বাইরে দিয়ে তালা ঝুলছে কিন্তু কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে হুমকি দিচ্ছেন।লালপুর ও শরীফপুর গ্রামের একাধিক ভুক্তভোগী জানান তাদের অত্যাচারে অতিষ্ট, মামলা করে পুলিশ দিয়ে ধরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে।
লালপুর বাজার ব্র্যাক প্রগতির মাঠ কর্মীরা নতুন কোনো ঋনের আবেদন করলে বলেন ঋন দেওয়া উপরের নিষেধ অথচ সরকার বলছে নতুন ঋন দিতে এবং গ্রাহককে যাতে কোনো প্রকার চাপ না দেয় বাস্তবতায় দেখা যায় এর উল্টো
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত