গোপালগঞ্জে দুইশত দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ টাকা প্রদান

| আপডেট :  ০৮ আগস্ট ২০২১, ০৭:১১  | প্রকাশিত :  ০৮ আগস্ট ২০২১, ০৭:১১

বাদল সাহা, গোপালগঞ্জ থেকে: গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইশত দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ টাকা প্রদান করা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (০৮ আগস্ট) সকাল ১০ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কায্যালয়ে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সেলাই মেশির ও নগদ টাকা বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ও নগদ টাকা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়।

এ ভিডিও কনফারেন্সে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা (এমপি), পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা মহিলা ও শিশু বিষয়ক উপ-পরিচালক আলতাব হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া কাশিয়ানী উপজেলায় সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য নার্গিস রহমান ৩০ জন দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়। উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তাপস বিশ্বাস, ওসি মো. আজিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত