পুলিশ কর্মকর্তার সঙ্গে পরীমনির সম্পর্ক নিয়ে তদন্ত কমিটি

| আপডেট :  ০৮ আগস্ট ২০২১, ১১:০৫  | প্রকাশিত :  ০৮ আগস্ট ২০২১, ১১:০৪

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলের সম্পর্ক তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। রোববার (৮ আগস্ট) রাতে কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিন সদস্যের কমিটিতে আছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মিয়া মাসুদ করীম, ডিএমপির উইম্যান সাপোর্ট সেন্টারের উপ কমিশনার (ডিসি) হামিদা পারভীন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার।

এর আগে গতকাল শনিবার গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত করা হয়। পরে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়।

এর আগে গত ৪ আগস্টবিপুল পরিমাণ বিদেশি মদ, ভয়ংকর মাদক এলএসডি ও আইসসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হন নায়িকা পরীমনি। এরপরই সাকলাইনের সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে আসে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত