বন্ধ হচ্ছে মডার্নার টিকার প্রথম ডোজ দেয়া

| আপডেট :  ১০ আগস্ট ২০২১, ০৬:৪২  | প্রকাশিত :  ১০ আগস্ট ২০২১, ০৬:৪২

বন্ধ থাকবে মডার্নার টিকার প্রথম ডোজ দেয়া। আগামী বৃহস্পতিবার (১২ আগস্ট) এর পর থেকে আর দেয়া হবে না মর্ডানার করোনার টিকার প্রথম ডোজ। ১৪ আগস্ট থেকে শুরু সিনোফার্মের ২য় ডোজ টিকাদান। মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিত আরও বলা হয়েছে, যে সকল স্থানে মডার্নার টিকার প্রথম ডোজ এখনও আছে সেসব জায়গায় দ্রুত প্রথম ডোজ দেয়া সম্পন্ন করতে হবে। এরপর থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে হবে। আর চাহিদা মোতাবেক সারাদেশে দ্বিতীয় ডোজের টিকা শিগগগিরই প্রেরণ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৪ আগস্ট হতে সারাদেশে অবশ্যই সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত