দুমকি জনতা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা সাগর আর নেই
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাগর আহম্মেদ (৩২)ও সরকারী জনতা কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি, গতকাল রাত ২টা ১৫ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
সে প্রায় তিন বছর যাবৎ কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। তার মা কিডনি দান করেন। তার চিকিৎসার যাবতীয় খরচ উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার, আওয়ামিলীগ সভাপতি কালাম মৃধা, মোস্তাফিজুর রহমান (লাবলু)সহ অনেকেই এগিয়ে আসেন। তবুও শেষ রক্ষা হয়নি।উপজেলা চেয়ারম্যান তার বাস স্থানের জন্য ঘর ও তিন বছরের রেখে যাওয়া কন্যা সন্তানের শিক্ষা সহ যাবতীয় দায়িত্ব তিনি নিজ দায়িত্বে নেন।
দুমকি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম মৃধা বলেন, সাগর অসুস্থ হওয়ার পর আমাকে ফোন দিয়ে বলেন, “স্যার আমি বাঁচতে চাই। ‘এই কথা বলে তিনি কেঁদে ফেলেন। সাগরের চিকিৎসার জন্য বিভিন্ন ভাবে তিনি সহযোগীতা করেছেন। এবং পরিবারের জন্য সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম বলেন, মরহুমের পরিবারের জন্য সবাই যেন এগিয়ে আসে।
উল্লেখ্য যে আজ বেলা ১২ টায় তার জানাযায় দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিম , উপজেলাধীন সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল স্তরের জনগন উপস্থিত থেকে তার জানাযায় শরীক হন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত