যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করলেন নিউইয়র্কের গভর্নর

| আপডেট :  ১১ আগস্ট ২০২১, ১২:২৮  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২১, ১২:১৮

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন। একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তে সত্যতা মেলার পর পদত্যাগ করেন। ২০১১ সাল এই রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন কুমো। সূত্র: বিবিসি।

মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, এই মুহূর্তে গভর্নরের দায়িত্ব থেকে সরে যাওয়াকেই তিনি যথোপযুক্ত মনে করছেন। বিবিসি জানিয়েছে, গভর্নর অ্যান্ড্রু কুমোর এই পদত্যাগ আগামী ১৪ দিনের মধ্যে কার্যকর হবে। এরপর এ দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল।

গভর্নরের এই সচিবের বিরুদ্ধে যৌন হয়রানির শিকার একজনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন মেলিসা। ২০২০ সালে একাধিক নারী কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রু কুমো অন্তত ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন।

হয়রানির অভিযোগকারীদের একজন ব্রিটনি কমিশো গভর্নরের নির্বাহী সহকারী হিসেবে ২০১৭ সাল থেকে কর্মরত ছিলেন। তার অভিযোগ, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর গভর্নর কুমোর সঙ্গে সেলফি তোলার সময় তিনি তাকে অশালীনভাবে স্পর্শ করতে থাকেন। এ সময় তার আচরণ স্বাভাবিক ছিল না। এ ঘটনায় ভয় পেয়ে যান ব্রিটনি। অ্যান্ড্রু কুমোকে তার অপরাধের দায় নিতে হবে বলে মনে করেন এই নারী।

মি. কুমো তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করে বলেছেন, এতে করে শুধুমাত্র ট্যাক্স দাতাদের অর্থের অপচয় হবে। এতে আমার মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত